প্রচন্ড শীতে ফরজ গোসলের প্রয়োজন পড়লে কি কোন ছাড় রয়েছে?

অনেকের মনে প্রশ্ন জাগে,  ফরজ গোসল দেরিতে করা যাবে কি না? এই বিষয়ে কোন ছাড় আছে কি না? ফরজ গোসল দেরিতে করলে কি হয়? এই সকল বিষয় নিয়ে রাশেদুল ইসলাম শান্ত ভাই প্রশ্ন করেছিলেন শায়খ আহমাদুল্লাহকে;

প্রচন্ড শীতে ফরজ গোসলের প্রয়োজন পড়লে কি কোন ছাড় রয়েছে?

উত্তরঃ ভাই, প্রচন্ড শীতে ফরজ গোসলের ক্ষেত্রে আপনার ঠাণ্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে। যদি ঠাণ্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গহানি হতে পারে, প্রচন্ড রকমের রোগ দেখা দিতে পারে, জীবন নাশের ভয় হয় এবং পানি গরম করার কোন উপায় না থাকে তাহলে তায়াম্মুম করতে পারেন। পঞ্চগড়ের মত কিছু এলাকায় অনেক বেশি শীত পরে সেখানে এরকম কোন সিচুয়েশনে থাকতে পারে। কিন্তু নরমালি অন্যান্য এলাকা গুলোতে, যেমন ঢাকা বা ঢাকার আশেপাশে অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ শীত পড়ে তাতে পানি ব্যবহার করল জীবন হুমকির মধ্যে পড়বে এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সে জায়গা থেকে এটি আমাদের জন্য করা জায়েয হবে না অর্থাৎ তায়াম্মুম করে নামাজ আদায় করা জায়েজ হবে না। গোসল করতে হবে।

আর গরম পানির ব্যবস্থা কমবেশি প্রায় সকল জায়গায় আজকাল থাকে। একটু কষ্ট হয়, একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। অন্যরা জেনে যাবে, তো তাতে কি? আমার তো আল্লাহর নির্দেশ পালন করতে হবে। যার কারণে এটি আপনার অবহেলা করা যাবেনা। 

জীবন ঘনিষ্ঠ অন্যান্য প্রশ্ন সমূহঃ

প্রশ্নঃ আশুরা কি ?
Related Posts