বর ও কনের রক্তের গ্রুপ পরীক্ষা করা নিয়ে ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি কি?

অধুনিক সমাজে বিয়ের পূর্বে অনেক পরিবার পাত্র পাত্রীর রক্তের গ্রুপ পরীক্ষা করে থাকেন। সন্তান ধারনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাছাড়া বর্তমান সময়ে নানান রকমের সংক্রামক রোগের কারনে ছেলে মেয়ের রক্তের গ্রুপ পরীক্ষা এবং অন্যান্য মেডিকেল টেস্ট করিয়ে নেওয়া দিনকিদিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শায়খ আহমাদুল্লাহ এর নিকট বর ও কনের রক্তের গ্রুপ পরীক্ষা করা নিয়ে ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি জানতে চেয়ে প্রশ্ন করেন মাহফুজ সাহেব নামক এক ব্যক্তি। প্রশ্নঃ-

বিবাহের ক্ষেত্রে পাত্র পাত্রীর রক্তের গ্রুপ জেনে নেয়াতে কি কোন অসুবিধা আছে ?

শায়খ আহমাদুল্লাহ : খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এখনকার সময়ে বিষয়টি প্রায় দেখা যায়। বিবাহকে কেন্দ্র করে, পাত্র-পাত্রী একে অন্যের রক্তের গ্রুপ যদি জেনে নেন তাতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। বিশেষ করে দুজনের রক্তের গ্রুপ এক রকম হলে বা বিশেষ কোন রক্তের গ্রুপ হলে সন্তান জন্মের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আছে কিনা; এর যদি বিজ্ঞানীক কোন ভিত্তি থাকে, সেই বিষয়গুলো মাথায় রেখে যদি ব্লাড গ্রুপ কার কোনটি জানতে চাওয়া হয় তাতে কোন অসুবিধা নেই। নবী (সাঃ) নির্দেশ করেছেন, বিবাহের আগে যেন তাকে দেখে নেই, যাচাই করে নেই। ( আবু দাউদ ২০৮২)

এই দেখে নেওয়ার যে কথটা নবী (সাঃ) বলেছেন এর অধীনে আমরা তার ব্লাড গ্রুপ কি সেটি জানতেই পারি। এতে শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না। কিন্তু মনে রাখতে হবে, এখানে যদি কোন প্রকার কুসঙস্কারাচ্ছন্ন বিশ্বাসের জায়গা থেকে বা কোন শুভ-অশুভ এরকম কোন ধারণা যা অবৈজ্ঞানিক অযৌক্তিক দাবি, কুরআন হাদিস সমর্থন করেনা এমন কোন ধারণা থেকে যদি কেউ ব্লাড গ্রুপ জানতে চান, সেটি অবশ্যই নিন্দনীয় এবং পরিত্যাজ্য।

জীবন ঘনিষ্ঠ অন্যান্য প্রশ্ন সমূহঃ
প্রশ্নঃ প্রচন্ড শীতে ফরজ গোসলের প্রয়োজন পড়লে কি কোন ছাড় রয়েছে?
প্রশ্নঃ প্রবাসী স্বামীর সাথে ভিডিও কলে স্ত্রী খুলামেলা ভাবে নিজেকে উপস্থাপন করা বা ছবি শেয়ার করলে গুনাহ হবে কি না?
প্রশ্নঃ আশুরা কি ?
প্রশ্নঃ অজু ছাড়া কুরআন ধরা যাবে কি?
প্রশ্নঃ সহবাসের পর ফরজ গোসল না করে মেয়েরা গৃহস্থলী কাজ করা বা শিশুকে দুধ পান করানো যাবে কি না?
Related Posts