যৌ'ন খেলনা অর্থাৎ সে'ক্স ট'য় ব্যবহার করা কি জায়েজ?

প্রশ্নঃ আমি বর্তমানে লালসা সহ্য করতে অক্ষম এবং আমি ভয় পাচ্ছি যে এটি আমাকে নিষিদ্ধ কিছুতে নিয়ে যেতে পারে। ব্যভিচারে পতিত হওয়ার ভয়ে মনকে লালসা মুক্ত করার অভিপ্রায়ে যৌ'ন খেলনা অর্থাৎ সে'ক্স ট'য় ব্যবহার করা কি জায়েজ? প্রশ্নটি আর সংক্ষেপে, কৃত্রিম গর্ভের মতো যৌ'ন খেলনা ব্যবহার করা কি জায়েজ? কারণ আমি বর্তমানে বিয়ে কিংবা রোজা রাখতে পারছি না।

এই বিষয়টি নিয়ে আলেমগন ঐকমত হয়েছেন যে, কৃত্রিম গর্ভের মতো যৌ'ন খেলনা ব্যবহার মানুষের স্বাস্থ্য এবং ধর্মের জন্য একটি স্পষ্ট বিপদ। এই বিষয়টির সাথে হ'স্তমৈ'থুন ওতপ্রোত ভাবে জড়িত। তাই প্রথমে হ'স্তমৈ'থুন সম্পর্কে আলোচনা করা প্রয়োজন।

হ'স্তমৈ'থুন সম্পর্কে ইসলাম কি বলে;

প্রথমে বলে রাখা দরকার অধিকাংশ আলেমের দৃষ্টিভঙ্গি হচ্ছে, হ'স্তমৈ'থুন নিষিদ্ধ। তাদের দলিলঃ আল্লাহ পাক বলেন, وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ  (المؤمنون:5,6)

এই আয়াতটির উপর ভিত্তি করে তারা হ'স্তমৈ'থুন এবং অন্য কিছু দ্বারা যৌ'নাচার নিষিদ্ধ বলেছেন। বর্তমানে যৌ'নাচারের একমাত্র বৈধ পথ হচ্ছে স্ত্রী সহ'বাস, এছাড়া অন্য সব পথ নিষিদ্ধ। 

|||||||||||||||||||||||||||

প্রশ্নঃ প্রবাসী স্বামীর সাথে ভিডিও কলে স্ত্রী খুলামেলা ভাবে নিজেকে উপস্থাপন করা বা ছবি শেয়ার করলে গুনাহ হবে কি না?

||||||||||||||||||||||||||||

হ'স্তমৈ'থুন করা কখন জায়েজ?

এখন প্রশ্ন হচ্ছে; আমি প্রবাসে থাকি, আমার বিয়ে করা বা রোজা রাখা সম্ভব না। এখানে পতি'তাবৃত্তি প্রকাশ্যে হয়। নিজেকে সংযত রাখা প্রায় অসম্ভব। সে ক্ষেত্রে আমার করনীয় কি?

শেখ ইবনে উসাইমীন (রাঃ) বলেন, এই ক্ষেত্রে শরিয়তে প্রতিষ্ঠিত নিয়ম হল যে, আমাদেরকে অবশ্যই দুইটি খারাপের মধ্যে সর্বোচ্চটিকে সর্বনিম্ন দিয়ে প্রতিহত করতে হবে। এইরূপ অবস্থায় সে হ'স্তমৈ'থুন করতে পারবে। তবে হ'স্তমৈ'থুন কোন ভাবেই অভ্যাসে পরিণত করা জায়েজ নয়।

এখানে লক্ষণীয় একটি বিষয় হল, যৌ'ন খেলনা অর্থাৎ সে'ক্স ট'য় উপভোগ করা হ'স্তমৈ'থুনের চেয়ে বেশি ক্ষতিকারক। কারণ এর ফলে দেখা যায়; এই ধরনের অভ্যাস দ্বারা প্রদত্ত যৌ'ন তৃপ্তির অভাবের কারণে পুরুষ'ত্বহীনতা, অকাল বী'র্যপাত, দুর্বল বী'র্য এবং অ'ণ্ডকোষের বড় ক্ষতি হয়ে থাকে। এর ফলে মানসিক ভাবে বিবাহ সম্পর্কে অনীহা তৈরি হয়। আর যদি বিবাহিত হয়, তাহলে স্ত্রী সাথে স্বামীর যে সম্পর্ক তাতে নানান ত্রুটি পরিলক্ষিত হয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতেও সে'ক্স ট'য় মানুষের স্বাভাবিক যৌ'ন শক্তিকে ধ্বংস করে দেয়।

হ'স্তমৈ'থুন ছাড়ার উপায়

নিজের জৈবিক চাহিদা নিয়ন্ত্রেন এবং হ'স্তমৈ'থুন ছাড়ার জন্য প্রথম কাজ হল বিয়ে করে ফেলা। বিয়ে করার তৌফিক না থাকলে রোজা রাখার মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণে রাখার নির্দেশনা দিয়েছেন রাসুল (সাঃ)।

জীবন ঘনিষ্ঠ অন্যান্য প্রশ্ন সমূহঃ
Related Posts