প্রবাসী স্বামীর সাথে ভিডিও কলে স্ত্রী খুলামেলা ভাবে নিজেকে উপস্থাপন করা বা ছবি শেয়ার করলে গুনাহ হবে কি না?

আস-সুন্নাহ ফাউন্ডেশন এর শায়খ আহমাদুল্লাহ (রাঃ) এর এই ভিডিও থেকে নিচের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

প্রবাসী ভাইয়ের স্ত্রীঃ আমার স্বামী প্রবাসে থাকে, মাঝেমধ্যে তিনি ভিডিও কল করে কিছুটা খুলামেলা ভাবে আমাকে দেখার জন্য আবদার করেন। আমার প্রশ্ন হল,

স্বামীর সাথে খুলামেলা ভাবে নিজেকে উপস্থাপন করা বা খুলামেলা ছবি শেয়ার করা গুনাহ হবে কি না?

ইন্টারনেটের বদৌলতে প্রবাসী ভাইয়েরা ইমু ভিডিও কল, মেসেঞ্জারে ভিডিও কল, হোয়াটসঅ্যাপ ভিডিও কল বা অন্যান্য অ্যাপ দিয়ে অনলাইন ভিডিও কল এর মাধ্যমে তাদের পরিবারের সাথে ভিডিও চ্যাট করে থ্যাকেন। প্রবাসীর স্ত্রীরা তাদের স্বামীর সাথে ভিডিও চ্যাট করা ও একান্ত ছবি শেয়ার করা যাবে কি না?

______________

প্রশ্নঃ সহবাসের পর গোসল না করা পর্যন্ত  কোন কোন কাজ করা নিষেধ

_________________

শায়খ আহমাদুল্লাহঃ প্রিয় বোন যাদের স্বামী প্রবাসে থাকেন বা দেশে দূরে থাকেন, সে সকল স্বামী স্ত্রী একে অন্যের যে কোন মুহূর্ত তারা শেয়ার করতে পারবেন, ছবি হউক বা ভিডিও কলের মাধ্যমে হউক। যেহেতু স্বামী স্ত্রী পরস্পরের জন্য কোন পর্দা নেই, অতয়েব তারা একে অন্যের যেকোন মুহূর্তের যেকোন দৃশ্য শেয়ার করতে পারেন, দেখতে পারেন। এটি জায়েজ আছে। বিশেষ করে স্বামী যখন দূরে থাকে বা স্ত্রী যখন দূরে থাকে তখন একে অন্যকে এই বিষয়ে সহযোগিতা করা জরুরী তাদের চরিত্রকে হেফাজত করার জন্য। যদিও খুব দীর্ঘ সময় একে অন্যের থাকে দূরে থাকা ইসলামী শরিয়তের দৃষ্টিকোণ থাকে প্রশংসনীয় বিষয় নয়। যেহেতু এর মাধ্যমে আমরা অনেকেই দুশ্চরিত্র কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পরি এবং আমাদের চরিত্রকে হেফাজত করতে পারি না।

মোটকথা হল যে, মৌলিকভাবে এটি নাজায়েজ নয়। আপনি ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারেন যে কোন মুহূর্ত আপনি শেয়ার করতে পারেন এবং ছবিও আদান প্রদান করতে পারেন। তবে মনে রাখতে হবে, আজকালকার এই সকল ভিডিও কল গুলো যে কোন মাধ্যমেই করিনা কেন এগোলু থার্টপার্টির কাছে অনেক সময় যায় বা তারা এটাকে মনিটর করতে পারে, সংরক্ষণ করতে পারে। এই ক্ষেত্রে আমাদের প্রাইভেসি যাতে নষ্ট না হয়। একজন মুসলিম নারী পুরুষ অনেক বেশী সম্রান্ত, অনেক বেশী আত্মসম্মানবোধ সম্পূর্ণ হবেন। তাদের ব্যক্তিগত মুহূর্ত যেন অন্যের হাতে না যায়, বেহাত না হয়। এই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ইমু ভিডিও কল রেকর্ড করা যাবে কি না?

ভিডিও কল রেকর্ডার ব্যবহার করে মোবাইলে এই সমস্ত ছবি ভিডিও ইত্যাদি ধারণ করার ক্ষেত্রে অন্য কারুর হাতে যেতে পারে, অন্য কারুর নজরে পরতে পারে। এই সম্ভাবনাগুলো নানা ভাবেই থাকে। সেগুলো যেন কোন ভাবেই না হয়, বিষয়টি উভয়কে সতর্কতার সহিত লক্ষ্য রাখতে হবে। সেই শর্তে এগুলো জায়েজ আছে, ইনশাআল্লাহু বিইজনিল্লাহ।

জীবন ঘনিষ্ঠ অন্যান্য প্রশ্ন সমূহঃ

Related Posts