মোহরানা কি স্বামীর পক্ষ থেকে উপহার নাকি তালাক এর বিপরীতে সুরক্ষা বিশেষ?


অনেক মুসলিম পুরুষের মনে প্রশ্ন জাগে, মোহরানা কি মাফ হয়? এটা কি স্ত্রীর জন্য উপহার সরূপ? প্রকৃতপক্ষে সঠিক পদ্ধতিতে মোহরানা আদায়ের নিয়ম কি? সবকিছু মিলিয়ে মোহরানা সম্পর্কে ইসলাম কি বলে? এই সকল বিষয় নিয়ে শায়খ আহমাদুল্লাহকে প্রশ্নের করা হয়। প্রশ্নঃ

মোহরানা কি স্বামীর পক্ষ থেকে উপহার নাকি তালাক এর বিপরীতে সুরক্ষা বিশেষ?

শায়খ আহমাদুল্লাহ : এর উত্তর হলো, মোহরানা এই দুটির কোনোটিই নয়। না এটি স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য দেওয়া উপহার। না এটি বিবাহের জন্য কোন সুরক্ষা বিশেষ। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ মনে করেন মোহরানাটা হল বিবাহ টিকিয়ে রাখার একটা মাধ্যম বা বিবাহের জন্য একটা সুরক্ষা ব্যবস্থা। এজন্য মোহরানার অংকটা বেশ বড় রাখা হয়, যাতে ছেলে যেন-তেন কারণে বিবাহ ভাঙ্গার কথা বলতে না পারে, তালাকের কথা বলতে না পারে। কারণ তালাক দিতে গেলে তাকে মোহরানার টাকা দিতে হবে। তারমানে মোহরানার কথাটা তালাকের সময় আলোচনার বিষয়, এটি আমাদের একান্তই ভুল ধারণা। বরং মোহরানাটা হল স্ত্রীর প্রাপ্য অধিকার। আল্লাহ তায়ালা কোরআনুল কারিমের সূরা নিসার ৪নং আয়াতে বলেছেনঃ وَ اٰتُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحۡلَۃً তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের প্রাপ্য মোহরানা পরিশোধ করে দাও সন্তুষ্টচিত্তে। কারণে এটি তাদের অধিকার, তাদের প্রাপ্য। এটা সন্তুষ্টির সাথে তাদেরকে দিয়ে দিতে হবে এবং বিবাহের শুরুতে দিয়ে দিতে হবে।

বোঝাগেল যে, মোহরানা বিবাহের সুরক্ষা বিশেষ নয়, আর এটি উপহারও নয়। উপহার হলেতো তার অধিকার হত না। আল্লাহ তায়ালা নির্দেশ করেছেন, আল্লাহর এই নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে আমরা স্ত্রীকে মোহনা পরিশোধ করে থাকি। কোন অবস্থাতেই বিলম্ব করে তালাক হলে তখন এটা নিয়ে আলাপ হবে সে পর্যন্ত অপেক্ষা করা অনুচিত। আবার এটাকে স্বামীর পক্ষ থেকে দেয়া নিছক উপহার এরকম মনে করা উচিত নয়। মোহরানা একান্তই স্ত্রীর পাওনা বা অধিকার। 
আল্লাহ তায়ালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।

জীবন ঘনিষ্ঠ অন্যান্য প্রশ্ন সমূহঃ
প্রশ্নঃ আশুরা কি ?
Related Posts