ফরজ গোসল করার সঠিক নিয়ম
শায়খ আহমাদুল্লাহ : ফরজ গোসল করার পদ্ধতি হল; আপনার গোসল ফরজ হলে গোসলখানায় গিয়ে সর্বপ্রথম আপনার শরীরে যে জায়গায় নাপাক লাগছে বা কাপড়ের যে জায়গা নাপাক লাগছে ঐ জায়গাটা পরিষ্কার করে নেওয়া। যদি আপনার নাপাক লাগার জায়গাটা চিহ্নিত থাকে তাহলে জায়গাটা ধুয়ে নিন। এরপরে নামাজের জন্য যেভাবে ওযু করেন সেভাবে হাতের কবজি ধুয়ার পরে কুলি করা, নাকে পানি দেওয়া, মুখ ধোয়া, হাতের কনুই পর্যন্ত ধুয়ে আপনি আপনার মত করে গোসল করে নিন। গোসল করা শেষ হয়ে গেলে যখন বের হয়ে যাবেন তখন পায়ে পানি ঢেলে টাকনু পর্যন্ত ধুয়ে ফেলুন।
গোসল করার সময় আপনার শরীরের প্রতিটি অঙ্গের প্রতিটি জায়গায় পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে। বগলের নিচ থেকে নিয়ে, আংগুলের চিপায় থেকে নিয়ে, নাবির পেচ সহ প্রত্যেকটা জায়গায় যেন পানি যায় সেজন্য সেখানে পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে। একটু জায়গাও যদি শুকনা থাকে তাহলে ফরজ গোসল হবে না। নেলপালিশ বা কোন রং এর কারণে যদি কোন আবরণ শরীর উপরে থাকে তাহলে তা তোলে নিতে হবে। তা না হলে ফরজ গোসল আদায় হবে না।
প্রথমে শরীর এবং কাপড় থেকে নাপাক গুলো ধুয়ে নেব, এর পরে ওযু করব পূর্ণাঙ্গভাবে, পা ধুয়া বাদে। এরপরে গোসল করব, আর বের হওয়ার সময় পা টাকনু পর্যন্ত ধুয়ে তারপর বের হয়ে যাব। এই গোসলের সাথে আমার ওযু হয়ে গেলো। আর ওযু করার দরকার নাই। অনেকেই গোসল করেও ওযু করেন এটা কোন প্রয়োজন নাই। তবে কেউ যদি গোসল করা অবস্থায় তার পেশাব চলে আসে এবং তিনি পেশাব করে দেন বা যদি ওযু ভঙ্গের কারণ তার ভিতরে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে গোসলের পরে নতুন করে ওযু করতে হবে।
জীবন ঘনিষ্ঠ অন্যান্য প্রশ্ন সমূহঃ
প্রশ্নঃ প্রবাসী স্বামীর সাথে ভিডিও কলে স্ত্রী খুলামেলা ভাবে নিজেকে উপস্থাপন করা বা ছবি শেয়ার করলে গুনাহ হবে কি না?
জানুনঃ প্রচন্ড শীতে ফরজ গোসলের প্রয়োজন পড়লে কি কোন ছাড় রয়েছে?
জানুনঃ প্রচন্ড শীতে ফরজ গোসলের প্রয়োজন পড়লে কি কোন ছাড় রয়েছে?
প্রশ্নঃ আশুরা কি ?
প্রশ্নঃ অজু ছাড়া কুরআন ধরা যাবে কি?