হজ পালনে থাকছে না বয়সের নিষেধাজ্ঞা

হজ পালনে থাকছে না বয়সের নিষেধাজ্ঞা

আগামী বছর থেকে পূর্ণ পরিসরে শুরু হবে পবিত্র হজ। ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে থাকছে না কোনো নিষেধাজ্ঞা। বাংলাদেশ থেকে আগামী বছর ১ লাখ ৩০ হাজার মানুষ হজে যেতে পারবেন বলে জানান ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

মঙ্গলবার (৪ অক্টোবর) সচিবালয়ে তার সঙ্গে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নব-নির্বাচিত কমিটির নেতাদের সাক্ষাৎকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। 
গত হজে করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে অনেক কম মানুষ হজ করতে পেরেছেন। আগামী হজ কেমন হবে- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সৌদি সরকারের সঙ্গে আমাদের যতটুকু আনঅফিসিয়াল কথা হয়েছে, সেই অনুযায়ী এই বিষয়ে যতটুকু জেনেছি, ইনশাআল্লাহ এবার হয়তো পূর্ণ হজই হবে। গত বছর আমাদের যেটা হয়েছিল সেটা হয়তো নাও হতে পারে। রেশিও হিসেবে আমরা যতটুকু পাওয়ার এবার হয়তো ততটুকু পাব। আর ৬৫ বছরের বিধিনিষেধের বিষয়টিও এবার নাও থাকতে পারে এইবারে হজে। আমরা এ বিষয়টি ইতোমধ্যে তাদের কাছ থেকে জানতে পেরেছি।

প্রতিমন্ত্রী বলেন, গত বছর ৬৫ বছরের বেশি বয়সী ১০ হাজার ব্যক্তি হজে যেতে পারেননি। এর মধ্যে ৭ হাজার রিপ্লেস করেছেন তারা সবাই। আর বাকি ৩ হাজার আমাদের ইচ্ছামতো দিয়েছি। আগামী বছর এ সিস্টেম চালু হলে কারও কোনো আবদার করার সুযোগ থাকবে না। তখন পুরো সিরিয়াল মেইনটেইন করতে হবে। আমাদের জন্য সেটা ভালো। 
ইএফ
অন্যান্য
Related Posts