বাংলাদেশী সহ সকল বিদেশিরা ওমরাহ পালনের জন্য যে যে শর্ত মানতে হবে


করোনাভাইরাসের কারণে বিদেশিদের জন্য ওমরাহ  প্রায় দেড় বছর বন্ধ ছিল। অবশেষে সীমিত পরিসরে হজ আয়োজনের পর সৌদি সরকার সিদ্ধান্ত নেয় যে, নতুন আরবি বছর ১৪৪৩ হিজরি সনের ১ মহররম অর্থাৎ ১০ই আগস্টের পর থেকে যারা ওমরাহ পালন করতে চায় তারা বিশেষ কিছু শর্ত মেনে ওমরাহ পালনের জন্য সৌদি আরব যেতে পারবেন।
প্রধান শর্ত সমূহঃ ওমরাহ পালন কারি কোয়ারেন্টাইনে থাকার জন্য রাজি হতে হবে। এবং সৌদি সরকার কর্তৃক স্বীকৃত করোনার টিকা ফাইজার, অক্সফোর্ড, মডার্না অথবা জনসন অ্যান্ড জনসনের টিকা  অবশ্যই নিতে হবে। চীনের ভ্যাকসিন নিলে তাকে বুস্টার ডোজ নিতে হবে।
সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশের মুসল্লিরাও তৃতীয় কোনো দেশে কোয়ারেন্টাইন করে সৌদি আরব যেয়ে শারীরিক দূরত্ব মেনে ওমরাহ পালন করতে পারবে। তবে খুশীর খবর হল, বাংলাদেশের নাম এই নিষেধাজ্ঞা তালিকায় নেই। নিষেধাজ্ঞার তালিকায় আছে- পাকিস্তান, ভারত, মিশর, লেবানন, তুরস্ক, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল  এবং আর্জেন্টিনা।

জীবন ঘনিষ্ঠ কিছু প্রশ্নঃ

Related Posts